১১০ টাকায় সয়াবিন তেল বিক্রির ঘোষণা দিয়ে স্থগিত করল টিসিবি

নওরোজ ডেস্ক: আজ সোমবার থেকে লিটার ১১০ টাকা করে বোতলজাত সয়াবিন তেল বিক্রি করার ঘোষণা দিলেও হঠাৎ করে তা স্থগিত করেছে টিসিবি। ন্যায্যমূল্যে তেল ও পণ্য বিক্রির এ কার্যক্রম স্থগিত করা হয়েছে বলে গতকাল রোববার (১৫ মে) রাত সাড়ে ৯টায় এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে জানায় সংস্থাটি। বিষয়টি নিশ্চিত করেছেন টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির।
তিনি জানান, পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার (১৬মে) থেকে শুরু হতে যাওয়া বিক্রয় কার্যক্রম অনিবার্য কারণে স্থগিত করা হল। তবে বিজ্ঞপ্তিতে পণ্য বিক্রি কার্যক্রম স্থগিত করার কোনো কারণ উল্লেখ করা হয়নি।
এর আগে গত ১১ মে এক বিজ্ঞপ্তিতে টিসিবি জানায়, বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখতে নিম্ন আয়ের মানুষের কাছে সাশ্রয়ী ও ভর্তুকি মূল্যে পণ্য বিক্রি করবে টিসিবি। এজন্য সারা দেশে সব মহানগরী জেলা ও উপজেলায় ২৫০-৩০০টি খোলা ট্রাকের মাধ্যমে আগামী ১৬ মে থেকে ৩০ মে পর্যন্ত বিক্রি কার্যক্রম চলবে।
প্রসঙ্গত, বাজারে বোতলজাত প্রতি লিটার সয়াবিন তেলের দাম বেড়ে ১৯৮ টাকা হয়েছে। কিন্তু এই তেল ১১০ টাকায় সরবরাহ করার ঘোষণা দিয়েছিল টিসিবি।
দেশ এর সাম্প্রতিক
সম্পাদক- শামসুল হক দুররানী, প্রকাশক- আরিফুল হক নভেল।
ঠিকানা: ২ আর কে মিশন রোড, ঢাকা-১২০৩। ফোন: ০১৫৫২৩৬৭৫৮০, ০১৬৭৬৩৮১২০৮, ০১৯৭৪৬৫৫৬০০
© 1989 - 2022, The Daily Nawroj. All rights reserved