দ্বিতীয়বার করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে আসাদুজ্জামান নূর

ফাইল ছবি
বিনোদন ডেস্ক: অভিনেতা ও সংসদ সদস্য আসাদুজ্জামান নূর দ্বিতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল রবিবার তার করোনা পরীক্ষার ফল পজিটিভ এসেছে। আজ সোমবার সকালে তিনি রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
জাতীয় সংসদ ভবন মেডিকেল সেন্টারের চিকিৎসক ডা. তানীম আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। জানা যায়, সংসদ অধিবেশনে যোগদানের জন্য নমুনা পরীক্ষা করান খ্যাতিমান এ অভিনেতা। এরপর তার ফল পজিটিভ আসে। পরদিন তাকে হাসপাতালে ভর্তি করা হয়।
এদিকে সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ জানিয়েছেন, আসাদুজ্জামান নূরের শারীরিক অবস্থা বেশ ভালো আছে। তার মধ্যে কোনো জটিলতা প্রকাশ পায়নি। এরপরও বাড়তি সতর্কতার জন্য তিনি হাসপাতালে ভর্তি হয়েছেন।
এর আগে ২০২০ সালের ডিসেম্বর মাসে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন আসাদুজ্জামান নূর। সেসময়ও তাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল।
বিনোদন এর সাম্প্রতিক
সম্পাদক- শামসুল হক দুররানী, প্রকাশক- আরিফুল হক নভেল।
ঠিকানা: ২ আর কে মিশন রোড, ঢাকা-১২০৩। ফোন: ০১৫৫২৩৬৭৫৮০, ০১৬৭৬৩৮১২০৮, ০১৯৭৪৬৫৫৬০০
© 1989 - 2022, The Daily Nawroj. All rights reserved