করোনায় আক্রান্ত কণ্ঠশিল্পী ন্যান্সি

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি। মঙ্গলবার রাতে তিনি নিজেই বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।
ন্যান্সি জানান, রবিবার রাত থেকে অসুস্থ বোধ করছিলেন। এরপর সোমবার (১৭ জানুয়ারি) কোভিড টেস্ট করান। মঙ্গলবার পজিটিভ ফলাফল হাতে পান। এরপর থেকে তিনি আইসোলেশনে আছেন, নিচ্ছেন চিকিৎসকের পরামর্শ।
ন্যান্সির স্বামী গীতিকবি মহসীন মেহেদী জানান, তিনিসহ পরিবারের অন্য সদস্যরা এখনও আক্রান্ত নন। তাদের মধ্যে কোনও উপসর্গ নেই।
গত ১৩ জানুয়ারি তৃতীয় সন্তানের মা হচ্ছেন বলে জানান দেন নাজমুন মুনিরা ন্যানসি। বিয়ের ছয় মাসের ব্যবধানে এই সুখবর জানান তিনি। গত বছরের আগস্টে মহসীন মেহেদী ও ন্যানসি বিয়ে বন্ধনে আবদ্ধ হন।
বিনোদন এর সাম্প্রতিক
সম্পাদক- শামসুল হক দুররানী, প্রকাশক- আরিফুল হক নভেল।
ঠিকানা: ২ আর কে মিশন রোড, ঢাকা-১২০৩। ফোন: ০১৫৫২৩৬৭৫৮০, ০১৬৭৬৩৮১২০৮, ০১৯৭৪৬৫৫৬০০
© 1989 - 2022, The Daily Nawroj. All rights reserved