* জিয়াউর রহমানের বীর উত্তম খেতাব বাতিলে বিএনপির কিচ্ছুই যায় আসে না : ফখরুল।
কিছু মানুষ কখনোই করোনায় আক্রান্ত হবেন না

নওরোজ আন্তর্জাতিক ডেস্ক : কিছু মানুষের শরীরে এমন 'টি সেল' রয়েছে যার কারণে তারা আর প্রাণঘাতী করোনা ভাইরাসে আক্রান্ত হবেন না। সম্প্রতি নতুন এক গবেষণায় এমনটি বলা হয়েছে।
সেল জার্নালে প্রকাশিত ওই গবেষণায় বলা হয়, অন্যকোন ভাইরাস দ্বারা সংক্রমিত হওয়ার কারণে ওই সব ব্যক্তির শরীরে ভাইরাসবিরোধী টি সেল তৈরি হয়েছে যেটি করোনা রুখতে পারবে। চিকিৎসা বিজ্ঞানে এই সক্ষমতাকে বলা হয় 'ক্রস-রিয়েক্টিভিটি'। এছাড়াও বিজ্ঞানীরা দাবি করছেন, যাদের শরীরে মৃদু করোনা ভাইরাসের উপসর্গ ছিল তাদের শরীরেও এমন টি সেল এবং অ্যান্টিবডি তৈরি হতে পারে যেগুলো ভবিষ্যত সংক্রমণ থেকে রক্ষা করবে।
এ বিষয়ে এই গবেষণায় সহকারী লেখক আলেসান্দ্রো সেটে বলেন, টি সেল খুব দ্রুত শক্তিশালী রোগ প্রতিরোধ প্রতিক্রিয়া দেখাতে পারে। ভাইরাস শরীরে ছড়িয়ে পড়ার চেষ্টা করলেও রোগ প্রতিরোধ ক্ষমতা এটিকে সরিয়ে দেয়।
আন্তর্জাতিক এর সাম্প্রতিক
সম্পাদক- শামসুল হক দুররানী, প্রকাশক- আরিফুল হক নভেল।
ঠিকানা: ২ আর কে মিশন রোড, ঢাকা-১২০৩। ফোন: ০১৫৫২৩৬৭৫৮০, ০১৬৭৬৩৮১২০৮, ০১৯৭৪৬৫৫৬০০
© 1989 - 2021, The Daily Nawroj. All rights reserved