ট্রাফিক পুলিশকে টাকা ছুড়ে মারার ঘটনায় পুলিশের জিডি

রাজধানীতে ট্রাফিক পুলিশ সদস্যের দিকে এক বিদেশির টাকা ছুড়ে মারার ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। এমন কাজকে অসদাচরণ বলে মন্তব্য করেন অনেকে।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, ক্ষুব্ধ এক চীনা নাগরিক ট্রাফিক পুলিশের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়েছেন। তিনি ‘ইউ ওয়ান্ট মানি’ বলে চিৎকার করে ওই ট্রাফিক পুলিশের সদস্যের দিকে তেড়ে যাচ্ছেন।
ট্রাফিক পুলিশকে লক্ষ্য করে তিনি বারবার বলছেন, ‘ইউ ওয়ান্ট মানি, আই গিভ ইউ দিস...মানি’ (তুমি টাকা চাচ্ছো, আমি তোমাকে টাকা দিচ্ছি)। এই বলে তিনি টাকা ছুড়ে মারেন। এ সময় ওই বিদেশিকে অশ্লীল ভাষায় কথা বলতেও শোনা যায়। এ সময় ট্রাফিক পুলিশের আরেক সদস্য তাঁকে থামিয়ে দেওয়ার চেষ্টা করছেন।
জানা গেছে, চীনের ওই নাগরিক একটি তৈরি পোশাক কারখানায় চাকরি করেন। ওই গাড়ি তার অফিসের।
খোঁজ নিয়ে জানা গেছে, ঘটনাটি ঘটে গত মঙ্গলবার রাজধানীর মহাখালীর রাওয়া ক্লাবের সামনে। গাড়ির কাগজপত্র চেক করার সময় ওই ব্যক্তি রেগে যান। পুলিশের দাবি, ওই চীনা নাগরিকের হয়তো অন্য ব্যস্ততা ছিল। এদিকে আবার দেরি হচ্ছিল কিছুটা। ফলে উনি রেগে যান। একপর্যায়ে ওই বিদেশিকে নিয়ে গাড়ির চালক মেট্রো-গ-৩৩-৮৬৪১ গাড়িটি নিয়ে স্থান ত্যাগ করেন।
রাজধানীর তেজগাঁও ট্রাফিক বিভাগের অধীন থাকা রাওয়া ক্লাবের সামনের রাস্তায় মঙ্গলবার (১৮ জানুয়ারি) এ ভিডিও ধারণ করা হয়েছে। পরে এটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে জানতে চাইলে তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার সাহেদ আল মাসুদ বলেন, ‘তেজগাঁও রাওয়া ক্লাবের সামনে একটি গাড়ি থামিয়ে কাগজপত্র পরীক্ষা করছিলেন কর্তব্যরত ট্রাফিক পুলিশের সদস্য। ওই গাড়িতে একজন বিদেশি নাগরিক ছিলেন। পুলিশ সসদ্যেরা গাড়ির চালকের সঙ্গেই কথা বলছিলেন। কাগজ যাচাই-বাছাই করতে একটু সময় লাগছিল। ওই বিদেশি নাগরিকের হয়তো অন্য কোনো কাজে তাড়া ছিল। দেরি হওয়াতে তিনি বিরক্ত হন। তাঁর মনে হয়েছে, হয়তো চেক করছে টাকার জন্য। ফলে, তিনি এমন আচরণ করেছেন।’
বিদেশি নাগরিক হলেই যে তার গাড়ির কাগজপত্র পরীক্ষা করা যাবে না এমন কোনো কথা নেই। আর দায়িত্বরত ট্র্যাফিক সার্জেন্টের শরীরে ক্যামেরা ছিল। তার ক্যামেরায় সবকিছু রেকর্ড হয়েছে। শুধু ভিডিও নয় সবার সঙ্গে কথা বলা হচ্ছে এবং যদি সার্জেন্ট টাকা চেয়েই থাকে তাহলে তার শাস্তি হবে। আর যদি ওই বিদেশি অপরাধ করে থাকেন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
ট্র্যাফিক পুলিশকে উদ্দেশ্য করে টাকা ছুড়ে মারার বিষয়ে পুলিশের এই কর্মকর্তা বলেন, এতে পুলিশসহ দেশের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে। এছাড়া সার্জেন্ট কথা বলছিলেন গাড়িচালকের সঙ্গে হঠাৎ ওই বিদেশি কেন এতো রাগান্বিত হলেন এ বিষয়টিও দেখা হচ্ছে।
এ বিষয়ে প্রাথমিকভাবে সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। পরে মামলা পর্যন্ত হতে পারে বলেও জানান তেজগাঁও ট্রাফিক বিভাগের ডিসি।
সাহেদ আল মাসুদ বলেন, ‘আমরা তদন্ত করে দেখছি, তাঁর সঙ্গে কোনো খারাপ আচরণ করা হয়েছে কি না, তার কাছে টাকা চাওয়া হয়েছে কি না। কাগজপত্র যাচাই করার অধিকার তো পুলিশের আছে। এখন যদি পুলিশের কোনো দোষ থাকে, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় ওই বিদেশি নাগরিকের দোষ থাকলে সেটাও আইনানুগ প্রক্রিয়ায় দেখা হচ্ছে। এ ঘটনায় একটি জিডি করা হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।’
আইন ও আদালত এর সাম্প্রতিক
সম্পাদক- শামসুল হক দুররানী, প্রকাশক- আরিফুল হক নভেল।
ঠিকানা: ২ আর কে মিশন রোড, ঢাকা-১২০৩। ফোন: ০১৫৫২৩৬৭৫৮০, ০১৬৭৬৩৮১২০৮, ০১৯৭৪৬৫৫৬০০
© 1989 - 2022, The Daily Nawroj. All rights reserved