মানবতাবিরোধী অপরাধে মৌলভীবাজারের ৩ জনের মৃত্যুদণ্ড

নওরোজ ডেস্ক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের আব্দুল আজিজসহ ৩ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দণ্ডপ্রাপ্ত অন্য দুজন হলেন মো. আব্দুল মতিন ও আব্দুল মান্নান ওরফে মনাই।
এ মামলায় আসামিদের বিরুদ্ধে আনা পাঁচটি অভিযোগ প্রমাণিত হওয়ায় তিন আসামিকেই মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার (১৯ মে) ট্রাইব্যুনালের চেয়ারম্যান ও বিচারপতি মো. শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ রায় ঘোষণা করেন। ট্রাইব্যুনাল গঠনের পর এটি ৪৫তম রায়। ট্রাইব্যুনালের অন্য সদস্যরা হলেন বিচারপতি আবু আহমেদ জমাদার ও কে এম হাফিজুল আলম।
এর আগে গত ১৭ মে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণার জন্য ১৯ মে দিন ধার্য করেন।
গত ১২ এপ্রিল উভয়পক্ষের যুক্তিতর্ক শেষে যেকোনো দিন মামলাটির রায় ঘোষণার অপেক্ষমাণ (সিএভি) রাখেন ট্রাইব্যুনাল।
ট্রাইব্যুনালে আসামি আব্দুল মান্নানের পক্ষে আইনজীবী এম. সারোয়ার হোসেন, আব্দুল আজিজের পক্ষে আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান শুনানি করেন। এ ছাড়া রাষ্ট্র পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মোখলেসুর রহমান বাদল ও প্রসিকিউটর সাবিনা ইয়াসমিন মুন্নি।
২০১৪ সালের ১৬ অক্টোবর মৌলভীবাজারের বড়লেখা এলাকায় একাত্তরে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, গণহত্যা, ধর্ষণ, নির্যাতনের মতো পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগে ওই তিন জনের বিরুদ্ধে তদন্ত শুরু হয়। ২০১৬ সালের ২৯ ফেব্রুয়ারি তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ট্রাইব্যুনাল। পরে ওই বছরের ১ মার্চ আব্দুল আজিজ ও আব্দুল মান্নানকে গ্রেপ্তার করে মৌলভীবাজারের বড়লেখা থানা পুলিশ। অপর আসামি আব্দুল মতিন পলাতক রয়েছেন।
আইন ও আদালত এর সাম্প্রতিক
সম্পাদক- শামসুল হক দুররানী, প্রকাশক- আরিফুল হক নভেল।
ঠিকানা: ২ আর কে মিশন রোড, ঢাকা-১২০৩। ফোন: ০১৫৫২৩৬৭৫৮০, ০১৬৭৬৩৮১২০৮, ০১৯৭৪৬৫৫৬০০
© 1989 - 2022, The Daily Nawroj. All rights reserved