* 'দৈনিক নওরোজে' সংবাদ প্রকাশের পর রাতের আঁধারে পরিত্যক্ত ঘরে স্কুল নির্মান।
ভিড়ের মধ্যে আইএসের টুপি দেওয়া হয় : রিগ্যান

নওরোজ নিউজ ডেস্ক : হলি আর্টিজান হামলার মামলার রায়ের দিন মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি জঙ্গি রাকিবুল হাসান রিগ্যানের মাথায় আইএসের চিহ্ন সম্বলিত টুপি দেখা যায়। এ নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।
এরই মধ্যে রিগ্যানসহ ছয় আসামিকে কল্যাণপুর জঙ্গি আস্তানা মামলায় মঙ্গলবার ঢাকার সন্ত্রাসবিরোধী ট্রাইব্যুনালে হাজির করা হয়। সে সময় বিচারক মজিবুর রহমান আইএসের টুপি পাওয়ার বিষয়ে রিগ্যানের কাছে জানতে চান।
কাঠগড়ায় থাকা রিগ্যান তখন বলেন, ‘ভিড়ের মধ্যে কেউ একজন আমাকে আইএসের টুপি দিয়েছিল।’
কে দিয়েছে- এমন প্রশ্নে রিগ্যান বলেন, ‘আমি চিনি না।’
আর কাউকে কি টুপি দিয়েছিল- জানতে চাইলে রিগ্যান বলেন, ‘আর কাউকে দেয়নি। প্রিজন ভ্যানে ওঠার পর আরেক আসামি জাহাঙ্গীর হোসেন ওরফে রাজীব গান্ধী ওই টুপিটিই পড়ছিলেন।’
টুপিটি কেন নিলেন- এমন প্রশ্নে রিগ্যান বলেন, ‘ভালো লাগায় টুপিটি নিয়েছি।’গত ২৭ নভেম্বর হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলা মামলার রায় ঘোষণা করা হয়। এতে আট আসামির মধ্যে সাতজনের মৃত্যুদণ্ড দেওয়া হয়। রায় ঘোষণার জন্য রিগ্যানসহ অন্য আসামিদের সকাল সোয়া ১০টার দিকে আদালতের গারদে নেওয়া হয়। তখন রিগ্যানের মাথায় এই লোগোসহ টুপি ছিল না। রায় ঘোষণা শেষে অন্যান্য আসামির সঙ্গে বের করে আনার সময় তার মাথায় আইএসের লোগোসহ টুপি দেখা যায়।
আইন ও আদালত এর সাম্প্রতিক
সম্পাদক- শামসুল হক দুররানী, প্রকাশক- আরিফুল হক নভেল।
ঠিকানা: ২ আর কে মিশন রোড, ঢাকা-১২০৩। ফোন: ০১৫৫২৩৬৭৫৮০, ০১৬৭৬৩৮১২০৮, ০১৯৭৪৬৫৫৬০০
© 1989 - 2021, The Daily Nawroj. All rights reserved