* আমেরিকান প্রশাসনে প্রথম বাাংলাদেশি নান্দাইলের সন্তান জাইন।
ম্যারাডোনার মরদেহ চুরির আশঙ্কা, সমাধি পাহারায় ২০০ পুলিশ

নওরোজ স্পোর্টস ডেস্ক : গত বুধবার আর্জেন্টিনার রাজধানী বুয়েন্স আয়ার্সের নিজ বাসায় হৃদরোগে মৃত্যু হয় ফুটবল কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার। বুয়েন্স আয়ার্সের উপশহর ভেলা ভিস্তায় মা-বাবার সমাধিস্থলে সমাহিত করা হয় ম্যারাডোনাকে। সমাধি থেকে ম্যারাডোনার মরদেহ চুরি হতে পারে, এই আশঙ্কায় তার সমাধি পাহারা দেয়ার জন্য ২০০ সশস্ত্র পুলিশ মোতায়েন করা হয়েছে। আর্জেন্টিনার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই খবর নিশ্চিত করেছে ব্রিটিশ গণমাধ্যম দ্য সান।
কর্তৃপক্ষের আশঙ্কা, সমর্থকরা ম্যারাডোনার সমাধি ভেঙে ফেলতে পারে। প্রিয় তারকাকে স্মৃতিচিহ্ন হিসেবে নিজের কাছে মমি করে রাখতে চুরি করতে পারে তার মরদেহ কিংবা দেহের কোনো অংশবিশেষ। এ কারণে পাহারা বসানো হয়েছে।
১৯৮৭ সালে আর্জেন্টিনার জনপ্রিয় প্রেসিডেন্ট হুয়ান পেরনের সমাধি ভেঙে তার মরদেহ চুরি করেছিল কিছু অন্ধ ভক্ত। সেই অভিজ্ঞতা থেকেই এই নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে আর্জেন্টাইন পুলিশ।
খেলাধুলা এর সাম্প্রতিক
সম্পাদক- শামসুল হক দুররানী, প্রকাশক- আরিফুল হক নভেল।
ঠিকানা: ২ আর কে মিশন রোড, ঢাকা-১২০৩। ফোন: ০১৫৫২৩৬৭৫৮০, ০১৬৭৬৩৮১২০৮, ০১৯৭৪৬৫৫৬০০
© 1989 - 2021, The Daily Nawroj. All rights reserved